AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্বার রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়ল চিটাগং কিংস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:০১ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
দুর্বার রাজশাহীর বিপক্ষে  রানের পাহাড় গড়ল চিটাগং কিংস

দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামা চিটাগং কিংসের হয়ে আক্রমণাত্বক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খান। তার বিস্ফোরক ইনিংসে ভর করে বন্দর নগরীর দলটি পেয়েছে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ। ২২০ রানের লক্ষ্যে বরেন্দ্র অঞ্চলের দলটি ব্যাটিংয়ে নামবে।

শুক্রবার (৩ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ ইমন। তবে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন ওসমান খান। ২১ বলে ফিফটি তুলে নেন এই পাক তারকা।

অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন গ্রাহামও। তবে ফিফটি পাননি তিনি। ২৫ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে ব্যাট চালিয়ে সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে যান ওসমান। ১১টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারিতে ৪৮ বলে শতক তুলে নেন এই ডান হাতি ব্যাটার।

১৫ বলে ২৮ রান করে তাকে সঙ্গ দেন মিথুন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শামীম পাটোয়ারি। তব ওসমানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮তম ওভারে ২০০ রানের কোটা পার করে চিটাগং। এরপর পিচে থাকতে পারেননি ওসমান। ৬২ বলে ১২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত হায়দার আলির ৮ বলের অপরাজিত ১৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছে চিটাগং কিংস।

দুর্বার রাজশাহীর হয়ে দুটি উইকেট শিকার করেন তাসিকন আহমেদ। এ ছাড়াও সোহাগ গাজী, শাইফুল ইসলাম ও রায়ান বার্ল একটি করে উইকেট নেন।

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!