চিটাগং কিংসকে হারিয়ে শুরতেই বিপিএলে উড়ন্ত শুরু পায় খুলনা টাইগার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা। মিরপুরে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দু`দল। ওশানে থমাসের বদলি হিসেবে খুলনার একাদশে সুযোগ পেয়েছে জিয়াউর রহমান। আর মুকিদুল ইসলামের বদলে খেলছেন আবু জায়েদ রাহি।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, স্টিফেন ইসকিনাজি, শাহাদাৎ হোসেন দীপু, মুস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), সুভম রঞ্জনি, চতুরঙ্গা ডি সিলভা, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, আবু হায়দার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজ, জিয়াউর রহমান, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বোসিসটো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :