AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৪ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়

রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়ার নাটকীয় ম‍্যাচ দিয়ে শুরু হলো লা লিগার নতুন বছর। এই ম্যাচে লাল কার্ড দেখে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। এ ছাড়াও বেলিংহ‍্যাম পেনাল্টি মিস করার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তনে বছরের প্রথম জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে ভালেন্সিয়া। খেলার সাতাশ মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড হগো দূরে ১-০। ওই স্কোর লাইনে বিরতিতে যায় দুই দল।পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করে রিয়াল। দ্বিতীয়ার্ধে তারা গোল ব্যবধান কমানোসহ নানা রকম ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। খেলার ৫৫ মিনিটে পেনাল্টি মিস করেন জুড বেলিংহ‍্যাম।

দ্বিতীয়ার্ধে উস্কানিতে উত‍্যক্ত হয়ে গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। তাতে খেলার ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ১০ জনের দল রিয়ালকে ভালেন্সিয়ার বিপক্ষে হার থেকে দলকে  রক্ষা করলেন  লুকা মদ্রিচ। খেলার ৮৫ মিনিটে গোল করেন তিনি। সমতায় ফেরে রিয়াল। বদলি নেমে দলকে হারের হাত থকে বাচাঁন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার। বাকি সময় গোল না হওয়ায় ম্যাচের পয়েন্ট ভাগাভাগির পথে এগিয়ে যাচ্ছিল।  

অতিরিক্ত সময়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ‍্যাম। তাতে আরো একটি গল্প উপহার দিল কার্লো আনচেলত্তির দল। ১৯ ম্যাচে ১৩ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রিয়াল। ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৮ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!