AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে কে ?


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২১ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে কে ?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ঢাকা পর্ব শেষ হয়েছে। ঢাকার প্রথম পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দিন বিরতি দিয়ে আবার শুরু হবে সিলেট পর্বের খেলা। ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে রংপুর রাইডার্স। ঢাকা, সিলেট ও বরিশালকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে সোহানের দল। এতে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে রংপুর। 

রংপুরের পরেই রয়েছে খুলনা টাইগার্স। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মিরাজ বাহিনী। আর একটি করে জয়-পরাজয় নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। এই দুই দলের পর এক জয় নিয়ে পঞ্চম স্থানে রাজশাহী কিংস।

বাকি দুই দল এখনও কোনো জয় পায়নি। তবে ঢাকা পর্বে সবচেয়ে খারাপ অবস্থা স্বাগতিকদের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্টি টেবিলের তলানিতে রয়েছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।

একনজরে ঢাকা পর্ব শেষে পয়েন্টি টেবিলের কে কোথায়?


দলের নাম    ম্যাচ    জয়    হার    পয়েন্ট ও রানরেট
১. রংপুর রাইডার্স    ৩    ৩    ০    ৬ (২.০১৮)
২. খুলনা টাইগার্স    ২    ২    ০    ৪ (১.৪২৫)
৩. চিটাগং কিংস    ২    ১    ১    ২ (১.৭০০)
৪. ফরচুন বরিশাল    ২    ১    ১    ২ (-০.৭৯৭)
৫. দুর্বার রাজশহী    ৩    ১    ২    ২ (-১.৭৭১)
৬. ঢাকা ক্যাপিটালস    ৩    ০    ৩    ০ (-১.৩৬৯)
৭. সিলেট স্ট্রাইকার্স    ১    ০    ১    ০ (-১.৭০০)

একুশে সংবাদ/ এস কে

Link copied!