AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দশ জন নিয়েও মোহামেডানের বড় জয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৪ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
দশ জন নিয়েও  মোহামেডানের বড় জয়

চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে টানা ষষ্ট জয় তুলে নিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেললেও মাঠে ছিল সাদা-কালোদের একচেটিয়া আধিপত্য।

শনিবার (৪ জানুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। শাকিল আহাদ তপু মারাত্মক ফাউলের জন্য লাল কার্ড দেখেছেন।

২০ মিনিটে লাফিয়ে ওঠা বলে হেড করতে গিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলার একই সময় তপুও বল দখলের চেষ্টা করেন। সেই সময় আঘাতপ্রাপ্ত হলে অনিক তপু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ১০ জনের দল নিয়ে মোহামেডান প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও গোল পায়নি। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের দেখা পায় মোহামেডান। ৪৭ মিনিটে মুজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি লাফিয়ে উঠে বল জড়িয়ে দেন জালে। ৬৩ মিনিটে সাইডবারের নিচে লেগে ফিরে আসে ফিরতি বলে সৌরভ জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন।  

ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিন গোল করে সাদা কালোরা। ৮৮ মিনিটে সানডের ক্রস সেলিম রেজা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল উপহার দেন। ইনজুরি সময়ে চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করে।

এই জয়ে ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে মোহামেডান। অন্য দিকে চট্টগ্রাম আবাহনী কোনো পয়েন্টই পায়নি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!