AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিভারপুলে সালাহর শেষ বছর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
লিভারপুলে সালাহর শেষ বছর

মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বাস করেন লিভারপুলের সাথে শেষ বছরে তিনি অবশ্যই বিশেষ কিছু করে দেখাতে পারবেন।৩২ বছর বয়সী সালাহর সাথে এ মৌসুমের পরেই লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। আর্নে স্লটের অধীনে লিভারপুল ৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানেও অবস্থান করছে।

মিশরীয় এই ফরোয়ার্ড ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে ১৭ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। রোববার ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে লিভারপুল।

বিভিন্ন গণমাধ্যম দাবি জানিয়েছে সালাহ লিভারপুলের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের সাথে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে সালাহ নিজে জানিয়েছেন এখনো বিষয়টির কোন নিষ্পত্তি হয়নি।

২০২০ সালে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুল লিগ শিরোপা জয় করেছিল, যার গর্বিত সদস্য ছিলেন সালাহ। যদিও করোনা মহামারির কারণে এ্যানফিল্ডে দর্শকবিহীন স্টেডিয়ামে লিভারপুলকে ট্রফি গ্রহণ করতে হয়েছিল। সমর্থকদের ছাড়া শিরোপা উদযাপনে মোটেই খুশি হয়নি লিভারপুল।

গতকাল স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে সালাহ বলেছেন, ‘এটাই আমার এই ক্লাবে শেষ বছর। সে কারণে এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারীর কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’

শুধুমাত্র সালাহ নয়, লিভারপুলের সাথে চুক্তি শেষের তালিকায় আরো রয়েছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। এরা প্রত্যেকেই আগামী মৌসুমে বিদেশী কোন ক্লাবের সাথে আলোচনার জন্য উন্মুক্ত হয়েছেন।

এই তিনজন মিলে লিভারপুলকে ইংলিশ লিগ ও ইউরোপীয়ান ফুটবলের শিরোপা জয়ে সহযোগিতা করেছেন।আগের ম্যানেজার জার্গেন ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন সালাহ, ফন ডাইক ও আলেক্সান্দার-আর্নল্ড। এর মধ্যে তারা শুধুমাত্র লিগ কাপ জয় করেছেন একাধিকবার। 

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!