AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২০ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

মাঠে রানের উৎসব দর্শকদের আনন্দ দিচ্ছে, তবে খেলার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা সমালোচনার মুখে পড়েছে। টিকিট না পেয়ে গেইট ভাঙার ঘটনায় দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছে, যার ফলে ভাংচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনার জন্ম হয়েছে। এছাড়া, প্রেসিডেন্সিয়াল বক্সে বিসিবি সভাপতি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দুর্ব্যবহারের ঘটনা ফুটে উঠেছে, যা বিপিএলের প্রথম পর্বে নজরে এসেছে।

বিপিএল সিলেটে চলে গেলেও ঢাকাতেই বিতর্ক যেন রয়ে গেছে। এবার অভিযোগের কেন্দ্রে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম নিজেই এ বিষয়টি স্বীকার করেছেন।

বোর্ড সভাপতি কী মন্তব্য করেছিলেন, সেটা যদিও ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক, তবে তিনি বলেছেন, "ওরকম একটা মন্তব্য... আমি স্পেসিফিকভাবে বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। এটা বুঝিয়ে দিয়েছে যে, এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।"

নাজমুল ফাহিমের ভাষ্যে, "আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছেন। তবে আমি খুবই অবাক হয়েছিলাম। স্বাভাবিকভাবে আমি মোটেই আশা করিনি এমন একটা মন্তব্য, এবং সেটাও অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের লোকজনও উপস্থিত ছিল।"

এমনকি বোর্ড থেকে সরে যাওয়ার কথাও বলেছেন নাজমুল আবেদিন ফাহিম, "আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব নয়। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তবে বাইরে থাকা অনেক ভালো।"

আলাপের এক পর্যায়ে বোর্ডে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া না পাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন তামিম-সাকিবদের গুরু ফাহিম।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!