AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিভারপুলকে রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫১ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
লিভারপুলকে রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। সবাইকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। তবে লিভারপুলের ঘরের মাঠে চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত ফুটবল খেলে লিভারপুলকে রুখে দিয়েছে রেড ডেভিলসরা। অ্যানফিল্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলেছিল দুই দল। গোল পাল্টা গোলে যোগ্য দল হিসেবে পয়েন্ট উদ্ধার করে নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ইউনাইটেডের জন্য শীর্ষ দলকে রুখে দেওয়া নিশ্চিতভাবে বড় সাফল্য। 

প্রথমার্ধে দুই দলই একটি করে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রথমে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নিচু শট বাঁ পা দিয়ে রুখে দেন ম্যানইউ কিপার আন্দ্রে ওনানা। তারপর রাসমুস হয়লুন্দের নেওয়া শট নিচু হয়ে বুক দিয়ে ঠেকান লিভারপুল গোলকিপার আলিসন। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য ক্ষুধার্ত ছিল। সফল হয় ম্যানইউ। ৫২ মিনিটে বক্সের ভেতরে বাঁ দিক থেকে আড়াআড়ি উঁচু শটে জাল কাঁপান লিসান্দ্রো মার্তিনেজ। বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ম্যানচেস্টার ক্লাব। সাত মিনিট পর প্রায় একই অবস্থান থেকে সমতা ফেরান কডি গাকপো।

কিছুক্ষণ পর স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। মাথিয়াস ডি লিটের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৭০তম মিনিটে মোহাম্মদ সালাহ বাঁ পায়ের শটে ওনানাকে পরাস্ত করেন।

লিভারপুলের ৮ পয়েন্টে এগিয় যাওয়ার স্বপ্নে ধাক্কা লাগে ৮০তম মিনিটে। আলেহান্দ্রো গারনাচোর বাঁ প্রান্ত থেকে বাড়ানো নিখুঁত পাস জালে ঠেলে দেন আমাদ দিয়ালো।

সমতা ফেরার পর দুই দলই দারুণ সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ৯০ মিনিটে বক্সের সেন্টার থেকে নেওয়া ডিওগো জোতার শট ফিরিয়ে দেন ম্যানইউ কিপার ওনানা। বল দখলে রেখে লিভারপুল আরেকটি সুযোগ পেয়েছিল, এবার কনর ব্রাডলিকে রুখে দেন তিনি।

৯৭তম মিনিটে তো ম্যাগুইরে ক্রসবারের উপর দিয়ে বল মেরে আফসোসে পুড়লেন।১৯ ম্যাচে চতুর্থ ড্রয়ে লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আর্সেনাল (৪০)। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম ম্যানইউ।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!