দুই দিন বিরতির পর আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা।সোমবার (৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আামন্ত্রণ জানিয়েছে রংপুর।খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সিলেট। সামিউল্লাহ শিনওয়ারি বদলে একাদশে সুযোগ পেয়েছে অ্যারন জোন্স।
ঢাকা পর্বে চলতি আসরে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৩৪ রানে জিতেছিল রংপুর। হোম গ্রাউন্ডে সিলেট সেই হারের প্রতিশোধ নিতে পারে কিনা, সেটিই দেখার বিষয়।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: জর্জ মুন্সে, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, আরিফুল হক (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিস টপলে, আল আমিন হোসেন, অ্যারন জোন্স।
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ, রাকিবুল হাসান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :