আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত হল ভারতের মহিলা ক্রিকেট দল। ১৫ জনের ভারতীয় স্কোয়াডে রয়েছে বিরাট চমক। ঘরের মাঠে আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধনা। হরমনপ্রীত কৌরের নামই নেই ভারতীয় স্কোয়াডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, হরমনপ্রীত কৌরকে কি ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলা হল? হরমনপ্রীত ওয়ান ডে দল থেকে বাদ পড়লেন কিনা, সেই প্রশ্নও জাগতে পারে ভারতীয় সমর্থকদের মনে। তবে তেমনটা নয় মোটেও।
দল ঘোষণার বিজ্ঞপ্তিতে বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, হরমনপ্রীত কৌরকে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুতরাং, হরমনপ্রীতের অনুপস্থিতিতে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে অটোমেটিক চয়েজ ছিলেন স্মৃতি মন্ধনা। এই সিরিজে হরমনপ্রীতের ডেপুটি নিযুক্ত হয়েছেন দীপ্তি শর্মা। জেমিমা রডরিগেজ স্কোয়াডে থাকলেও তাঁকে ভাইস ক্যাপ্টেন নিযুক্ত করা হয়নি।
হরমনপ্রীত কৌর ছাড়াও আইরিশদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে সরিয়ে রাখা হয়েছে তারকা পেসার রেনুকা সিং ঠাকুরকে। রেনুকাকেও বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। তবে দলে ফেরানো হয়নি শেফালি বর্মাকে।
আগামী ১০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। পরবর্তী ২টি ওয়ান ডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ১২ ও ১৫ জানুয়ারি। সিরিজের ৩টি ম্যাচই খেলা হবে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে। ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বেলা ১১টা থেকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড
স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা (ভাইস ক্যাপ্টেন), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওয়ল, জেমিমা রডরিগেজ, উমা ছেত্রী (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবনিস, রাঘবী বিস্ট, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু, সাইমা ঠাকর ও সায়লি সাতঘরে।
ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সূচি
১. প্রথম ওয়ান ডে- ১০ জানুয়ারি (রাজকোট, বেলা ১১টা)।
২. দ্বিতীয় ওয়ান ডে- ১২ জানুয়ারি (রাজকোট, বেলা ১২টা)।
৩. তৃতীয় ওয়ান ডে- ১৫ জানুয়ারি (রাজকোট, বেলা ১১টা)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :