ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হলেন অভিষেক বচ্চন। এর আগেও তিনি বিভিন্ন খেলার দলে ইনভেস্ট করেছেন। ফলে খেলার সঙ্গে তার নতুন পরিচয় নয়। আগে আইএসএলের দল চেন্নাইয়িন এফসির মালিকানা নিয়েছিলেন অভিষেক বচ্চন। এবার বলিউডের এই তারকাই যুক্ত হলে ইউরোপিয়ান টি২০ লিগের সঙ্গে। বিদেশেও ব্যবসার প্রসার ঘটানোর লক্ষ্যে জুনিয়র বচ্চন।
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস ক্রিকেটের মিলিত উদ্যোগে আয়োজিত হবে ইউরোপিয়ান টি২০ প্রিমিয়র লিগ। এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ই জুলাই থেকে, চলবে ৩রা অগাস্ট পর্যন্ত। সেই সময় আইপিএল না থাকায় ক্রিকেটার পেতেও তাঁদের কোনও অসুবিধা হবে না বলেই আশায় রয়েছে উদ্যোক্তারা। সেখানেই এবার কো ওনার হিসেবে বিনিয়োগ করতে চলেছেন অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চন এখনও সরাসরি এককভাবে দল কেনেননি। জানা যাচ্ছে তিনি পার্টনার হিসেবে বা কো ওনার হিসেবে সেখানে যুক্ত হয়েছেন। নিজের এই লিগে যুক্ত হওয়া নিয়ে বলেন, ‘ক্রিকেট শুধু একটা খেলা নয়, এর দ্বারা সমস্ত সীমা পেরিয়ে মানুষের মধ্যে ঐক্যতা তৈরি হয়। ২০২৮ সালে অলিম্পিক্সেও ক্রিকেট চলে এসেছে। ইটিপিএল হচ্ছে সঠিক এক প্ল্যাটফর্ম যেখানে ক্রিকেটের বিস্তার গোটা বিশ্বে ঘটানো সম্ভব ’।
অভিষেক আরও বলেন, ‘আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার এই যুক্ত হওয়ায় আমি অত্যন্ত খুশি। ইউরোপের সমস্ত দেশের মধ্যে ক্রিকেটের প্রসার ঘটাবে এই ইটিপিএল, সে বিষয়ে আমি আশাবাদী। এটা সবেমাত্র শুরু হচ্ছে। আরও অনেক কিছু বাকি আছে আসা ’।
কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপিয়ান টি২০ লিগের পক্ষ থেকে সরকারিভাবে একটি ইভেন্টে এই প্রতিযোগিতা লঞ্চের কথা জানানো হবে। সেখানেই জানা যাবে এই প্রতিযোগিতার ফরম্যাট ঠিক কি হবে? কতগুলো দল খেলবে, তাঁদের মালিকানা নিলেন কোনও সংস্থারা। এছাড়াও কোন কোন ক্রিকেট তারকাদের এই লিগে খেলতে দেখা যাবে, তাও জানা যাবে। প্রসঙ্গত এই লিগ ইতিমধ্যেই আইসিসির স্বীকৃতি পেয়ে গেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :