AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে সুজন যা বললেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০০ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে সুজন যা বললেন

নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদেও আসে রদবদল। নতুন দায়িত্ব পাওয়া পরিচালকদের একজন নাজমুল আবেদীন ফাহিম।তবে কয়েক মাসেই ফারুকের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তার। বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেও নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন ।   

সোমবার (৬ জানুয়ারি) সিলেটে সংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর (অহংকার) সমস্যা হবে। তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই এসেছেন।

‘তারা যখন এসেছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন, চিন্তা করছেন। সেগুলো আমি এখন দেখছি না।’

ফারুকের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আশার পর একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম জানান, ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়েও পাননি তিনি। এ নিয়ে তার অসন্তোষ ছিল স্পষ্ট। কিন্তু এ বিষয়েও ক্ষোভ জানান সুজন। তার প্রশ্ন, ক্রিকেট অপারেশন্স ছাড়া অন্য কোথাও কেন কাজ করতে পারবেন না ফাহিম।

তার ভাষ্য, এখন দেখছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। কেন এই লোভ-লালসা তাদের মধ্যে আসে? আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন?…আমার কেন থাকতেই হবে যে না আমি…পাব।

তাই সুজন প্রশ্ন তুলেছে ফাহিম কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? তিনি বলেন, উনি কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশন্সের মাস্টার। উনি চাইতে পারে। কারণ, আকরাম ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলছেন অপারেশন্স ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলছি, এটা কী হচ্ছে, আমি জানি না।

তিনি আরও বলেন, যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজন সিনিয়র মানুষ আমরা যাদেরকে অনেক সম্মান করি, ফারুক ভাই ও ফাহিম ভাই-দুজনেই আমাদের সম্মানীয় মানুষ এবং ক্রিকেটার। তাদেরকে যখন এমন দেখি ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলে আমরা ক্রিকেটাররা কি এতো বেশি লোভী?

এক সময় বিসিবির প্রভাবশালী পরিচালক ছিলেন খালদ মাহমুদ সুজন। ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও বিসিবিতে ছিলেন তিনি। তবে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার কিছুদিন পর সুজন নিজেই দায়িত্ব ছাড়েন ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!