তিন ম্যাচ ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ দুটির জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক রেখে ঘোষিত স্কোয়াডে নেই জান্নাতুল ফেরদৌস সুমনা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে তিনি সাড়ে ৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। চোট কাটিয়ে ফিরেছেন পেসার মারুফা আক্তার।
ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। পরের দুই ওয়ানডে ২১ এবং ২৪ জানুয়ারি। উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফলের উপর নিগার সুলতানা জ্যোতির দলের সরাসরি বিশ্বকাপে অংশ নেয়া নির্ভর করছে।
সফরকারীরা ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-২০ ম্যাচ। ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট কিটসে আয়োজিত হবে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :