স্প্যানিশ কোপা দেল রে ম্যাচে চতুর্থ শ্রেণির দল ক্লাব দিপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত এই জয় দিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে লস বাঙ্কসরা।
ম্যাচে জোড়া গোল করেছেন আর্দা গিলের, একটি করে লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।এ দিন মাঠে শক্তিশালী একাদশ নামাননি কোচ কার্লো আনচেলত্তি। তবুও খেলার ৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল। গোল করেন ফেদে ভালভের্দে (১-০)। আক্রমণাত্মক ফুটবল খেলে চতুর্থ স্তরের দলটিকে প্রবল চাপে রাখে রিয়াল।
খেলার ১৩ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এদুয়ার্দো কামাভিঙ্গা (২-০)। পিছিয়ে পড়ে ব্যবধান কমানোর চেষ্টা করে মিনেরা। খেলার ২৮ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান তরুণ তুর্কি আর্দা গিলের। তাতে স্কোরলাইন হয় ৩-০। ওই গোলে লিডের বিরতিতে যায় দুই দল।
বিরতির পর রিয়ালের ম্যাজিক। খেলার ৫৫ মিনিটে রিয়ালের হয়ে চার নাম্বার গোলটি আসে ক্রোয়োশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ।খেলার ৬২ মিনিটে এক সঙ্গে চারটি পরিবর্তন আনেন আনচেলত্তি। দল ৪-০ গোলে এগিয়ে থাকার পরও বদলি নামান কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রদের।
খেলার ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন গিলের। বাকি সময়ে গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :