AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্টারকে হারিয়ে মিলানের ইতালিয়ান সুপার ট্রফি জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৩ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
ইন্টারকে হারিয়ে মিলানের ইতালিয়ান সুপার ট্রফি জয়

ইতালিয়ান সুপার কাপ ফাইনাল মিলান ডার্বিতে রূপ নিয়েছিল। শিরোপা জয়ের লড়াইয়ে দুই ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলান মাঠে নামে।ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিরোপা ঘরে তুলে নেয় এসি মিলান। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড ইউভেন্তুসের। 

গত তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে ২০১৬ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার ট্রফি উঁচিয়ে ধরল এসি মিলান। ফাইনাল ম্যাচ হয়েছিল ফাইনালের মতোই। দুই দলেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। খেলার ২৩ মিনিটে এগিয়ে যেত পারত ইন্টার। বক্সের বাইরে থেকে ফেদেরিকো দিমার্কোর শট ব্যর্থ করে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ।

Why Milan are almost certain of a spot in the Supercoppa Italiana

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান (১-০)। তারেমির বাড়ানো বলে গোল করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। ওই গোলের লিডে বিরতিতে যায় ইন্টার। বিরতির পর আবারো ইন্টারের ঝলক। এবার গোলদাতা ইরানি ফরোয়ার্ড মেহেদী তারেমি। তাতে ইন্টারের স্কোরলাইন হয় ১-১।  পিছিয়ে পড়েই ম্যাজিক দেখাতে শুরু করে এসি মিলান।

খেলার ৫২ মিনিটে ব্যবধান কমান এরনঁদেজ। নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি এই ডিফেন্ডার। তাতে স্কোরলাইন দাড়ায় (২-১)। খেলার ৮০ মিনিটে এসি মিলানকে সমতায় ফেরান পুলিসিক (২-২)। এরনঁদেজের বাড়ানো বলে জালে পাঠান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড।

খেলার যোগ করা সময়ে (৯০+৩) মিনিটে এসি মিলানের জয়সূচক গোল করেন ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান তিনি।  বাকি সময়ে গোল না হলে ট্রফির উল্লাসে মাতে এসি মিলান। এর আগে ২০২২ সালের শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের কাছে ৩-০ গোলে হেরেছিল এসি মিলান। এবার দলটি নিলো মধুর প্রতিশোধ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!