চলমান বিপিএলে জিসান আলম দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। এই তরুণ ক্রিকেটার আসরে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে কোনো রানের দেখা পাননি। টানা দুই ম্যাচেই ডাক মারেন। কিন্তু সোমবার (৬ জানুয়ারি) সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন জিসান। ম্যাচটা ৭ উইকেটে হেরে যায় রাজশাহী। তবে রানে ফিরতে পেরে স্বস্তির আভাস মিলল জিসানের কণ্ঠে।
ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জিসান বলেন, ‘(রানে ফেরা স্বস্তির কিনা) অবশ্যই। ২ ম্যাচ আশা অনুযায়ী খুবই বাজে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো শুরু পেয়েছি। ইনশাআল্লাহ এটা বড় করার চেষ্টা করব। আমার প্রসেস অনুযায়ী যা করার থাকে সেগুলোই করেছি ম্যাচে, ম্যাচের আগের দিন। ২ ম্যাচে হয়নি। আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো শুরু পেয়েছি। ইনশাআল্লাহ এটা বড় করার চেষ্টা থাকবে।’
ম্যাচ হারা নিয়েও কথা বলেছেন জিসান, তিনিও মানছেন রান বন্যার এই বিপিএলে ১৬৮ রানের দলীয় পুঁজি কম হয়ে গেছে, ‘২০-৩০ রান কম হয়েছে। ২০-৩০ রান বেশি হলে খেলাটা অন্যরকম হত।’
রান কম হওয়া নিয়ে জিসান জানান, ‘আমার কাছে মনে হয় ওরা অনেক ভালো বোলিং করেছে। স্লগের জন্য বেস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ছিল। জাহানদাদ ছিল, মায়ার্সও ভালো করেছে। আমাদের ব্যাটাররা চেষ্টা করেছে কিন্তু হয় নাই।’
তবে নিজের ব্যাটিং নিয়ে জিসান বলেন, ‘কালকের আগেও তো ম্যাচ হয়েছে। আমাদের ভিডিও অ্যানালিস্ট ওর (কাইল মায়ার্স) ভিডিও দেখিয়েছে আমাদেরকে। প্রথম ওভারে সে চেষ্টা করে ভিতরে বল করার জন্য। সেটা মাইন্ডসেট ছিল ইয়র্কার দিচ্ছিল, বাজে বল দিচ্ছিল পানিশ করেছি।’
নিজেদের বোলিং নিয়ে জিসান বলেন, ‘বোলাররাও আলহামদুলিল্লাহ ভালো করছে। উইকেটটা অনেক ভালো। ব্যাটাররা খুব ভালো শট খেলছে। ভালো হার্ড লেন্থের বলও ভালো হিট হচ্ছে। বোলিং ঠিকাছে, আরেকটু ভালো হলে মনে হয় ভালো হবে।`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :