মিরপুর পর্ব শেষে আবারও মাঠে গড়িয়েছে বিপিএলের ১১তম আসর। আজকের ম্যাচে ঢাকা আর রংপুর একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর অধিনায়ক সোহান। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
চলতি বিপিএলের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। আজকের খেলায় তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের টপার দল রংপুর রাইডার্স। দুই দলের আগের লড়াইয়ে ৪০ রানের জয় পায় রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স একাদশ
অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ এবং কামরুল ইসলাম রাব্বি।
ঢাকা ক্যাপিটালস একাদশ
লিটন দাস, জেসন রয়, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আমির হামজা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :