AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তান ম্যাচ ব্রিটিশ পার্লামেন্টে বয়কটের আহ্বান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৮ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
আফগানিস্তান ম্যাচ ব্রিটিশ পার্লামেন্টে বয়কটের আহ্বান

আগামী মাসে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। যেখানে একই গ্রুপে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। কিন্তু এই ম্যাচ বয়কটের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ আহ্বান জানিয়েছেন। যদিও এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি।

তালেবান সরকারের একাধিক নীতির বিরোধিতায় ইংল্যান্ডের রাজনীতিবিদদের একাংশ আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাইজেল ফারাজ, জেরেমি করবিন, লর্ড কিনকের মতো নেতারা। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের-ইংল্যান্ড ম্যাচ। জশ বাটলারের দল সেই ম্যাচ না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নারীদের মানবাধিকার তালেবান প্রশাসন খর্ব করছে- এই ইস্যুতে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। সংসদ সদস্যদের একাংশ চান, তালেবান প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করুক ইসিবি। তাদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করা উচিৎ।

পার্লামেন্টের দুই কক্ষ হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের পক্ষ থেকে সরকারি ভাবে বিবৃতি দিয়েছেন রিচার্ড গোল্ড। তিনি বলেছেন, ‘তালেবানের অধীনে আফগানিস্তানে নারীদের প্রতি যে ভয়াবহ আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার জন্য আমরা ইংল্যান্ডের ক্রিকেটার এবং ক্রিকেট কর্তাদের আহ্বান জানাচ্ছি।’

‘ইসিবিকে আমাদের অনুরোধ, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচটি বয়কট করা হোক। এই ধরনের জঘন্য আচরণ বরদাস্ত করা যায় না। আফগানিস্তানকে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। আমাদের অবশ্যই লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইসিবিকে আফগান নারীদের সহমর্মিতার বার্তা দেওয়ার অনুরোধ করছি। আশা করি, আফগান নারীদের আমরা নিরাশ করবো না।’  

উল্লেখ্য, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ় খেলা থেকে নিজেদের বিরত রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মতো অজিরাও বয়কটের ডাক দিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। 

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

একুশে সংবাদ/ এস কে

Link copied!