বর্ডার-গাভাস্কার ট্রফিতে হার দিয়ে টিম ইন্ডিয়া আপাতত শেষ করেছে টেস্ট অভিযান। মাঝে বেশ কিছুদিন লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকবে ভারতীয় দল। এবার শুরু সীমিত ওভারের ক্রিকেটে ভারতের যাত্রা।ভারতের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই টি-২০ সিরিজের ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। সেই সঙ্গে সাদা বলের স্পেশালিস্টে পরিণত হওয়া ক্রিকেটাররাও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন এই ২টি সিরিজে।
প্রথমত, টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার নির্বাচিত হওয়ার প্রশ্নই নেই। জাতীয় নির্বাচকরা এই সিরিজে বিশ্রাম দিতে পারেন ঋষভ পন্তকে। টি-২০ ক্রিকেটে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্ম তাঁকে ফের ভারতীয় স্কোয়াডে জায়গা করে দেবে বলেই ধরে নেওয়া যায়। এক্ষেত্রে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মাকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে।
অস্ট্রেলিয়া সফরের একেবারে শেষবেলায় চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা জসপ্রীত বুমরাহকে শুধু টি-২০ সিরিজেই নয়, বরং ব্রিটিশদের বিরুদ্ধে পরবর্তী ওয়ান ডে সিরিজেও বিশ্রাম দিতে পারেন জাতীয় নির্বাচকরা। মহম্মদ শামির টি-২০ সিরিজে দলে ফেরার সম্ভাবনা কম। বিজয় হাজারের নক-আউটে শামির ফিটনেস দেখার পরে তাঁকে ওয়ান ডে সিরিজে ফেরানো হতে পারে।
হার্দিক পান্ডিয়ার টি-২০ স্কোয়াডে ফেরা কার্যত নিশ্চিত। তিলক বর্মা, রিঙ্কু সিংদের সঙ্গে জাতীয় টি-২০ স্কোয়াডে পুনরায় জায়গা করে নিতে পারেন রমনদীপ সিং। স্পিন বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীকে। বরুণের টি-২০ স্কোয়াডে থাকাও কার্যত পাকা।
আর্শদীপ সিং টি-২০ সিরিজে ভারতের প্রধান পেসার হতে চলেছেন। তাঁর সঙ্গে পেস বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে প্রসিধ কৃষ্ণা ও হর্ষিত রানাকে। পেসার অল-রাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন নীতীশ রেড্ডি।
যথারীতি টি-২০ সিরিজে ভারতের নেতৃত্বের দায়ভার উঠতে চলেছে সূর্যকুমার যাদবের হাতে। ব্য়াটিং লাইনআপে অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়কেও দেখতে পাওয়ার সম্ভাবনা বিস্তর। রিয়ান পরাগের চোট নিয়ে আপাতত কোনও আপডেট নেই। তাই তাঁর টি-২০ স্কোয়াডে থাকা অনিশ্চিত দেখাচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, নীতীশ রেড্ডি, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, হর্ষিত রানা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :