AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সনের সঙ্গে চুক্তি বাড়ালো টটেনহ্যাম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৮ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
সনের সঙ্গে চুক্তি বাড়ালো টটেনহ্যাম

দক্ষিণ কোরিয়ান তারকা সন হেয়াং-মিনের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ক্লাব সূত্র আজ এই তথ্য নিশ্চিত করেছে।৩২ বছর বয়সী সনের সাথে বর্তমান চুক্তির মেয়াদ এ মৌসুমের পরেই শেষ হয়ে যেত। কিন্তু ২০২১ সালে ক্লাবের সাথে সনের নতুন যে চুক্তি হয়েছিল তা নিয়ে সবসময়ই স্পার্সরা বেশ আশাবাদী ছিল। চুক্তির বিভিন্ন শর্তে সনের দাবীকেই টটেনহ্যাম বেশী প্রাধান্য দিয়েছিল।

এ পর্যন্ত টটেনহ্যামের জার্সিতে সন ৪৩১ ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের আগস্টে দলের প্রধান কোচ হিসেবে আনগে পোস্তেকোগ্লু দায়িত্ব নেবার পর ক্লাবের অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছেন সনের হাতে।

নতুন এই চুক্তির মাধ্যমে টটেনহ্যামে সনের ভবিষ্যত নিয়ে সব শঙ্কা দূর হলো। যদিও বিভিন্ন সূত্রমতে জানা গেছে, আরো দীর্ঘমেয়াদী চুক্তির আশা করছেন দক্ষিণ কোরিয়ান অধিনায়ক। যদিও এ ব্যপারে আপাতত কোন আলোচনার খবর পাওয়া যায়নি। স্পার্সরা চুক্তির বিষয়ে সবকিছু সহজ শর্তে করতে চাচ্ছে।  

এবারের গ্রীষ্মে টটেনহ্যামে সনের ১০ বছর মেয়াদ পূর্ণ হবে। ইতোমধ্যেই ক্লাবের কিংবদন্তী খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন। যদিও কিছু কিছু সমর্থক ইদানিং সনের পারফরমেন্স নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে যাচ্ছেন।

এ পর্যন্ত স্পার্সদের হয়ে ১৬৯ গোল করেছেন। ক্লাবের ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। কিন্তু ২০০৮ সালের পর টটেনহ্যামকে এখনো বড় কোন শিরোপা উপহার দিতে পারেননি, যা সনের খেলোয়াড়ী ক্যারিয়ারে একটি বড় ব্যর্থতা।

 


 
একুশে সংবাদ/ এস কে

Link copied!