AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধীর গতির ওভার রেটের জন্য শাস্তি পেলো পাকিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৬ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
ধীর গতির ওভার রেটের জন্য শাস্তি পেলো পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধীর গতির ওভার রেটের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ (ডব্লিউটিসি) থেকে পাকিস্তানের পাঁচ পয়েন্ট কাঁটার পাশাপাশি ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত ওভারের থেকে পাঁচ ওভার কম করার কারণে এই শাস্তির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির বিষয়টি নির্ধারণ করেছেন। অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন, থার্ড আম্পায়র এ্যালেক্স ওয়ার্ফ ও ফোর্থ আম্পায়ার স্টিফেন হ্যারিস মিলে পাকিস্তানের বিপক্ষে অভিযোগ উত্থাপন করেছেন। পাকিস্তানী অধিনায়ক শান মাসুদ অভিযোগ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

নির্ধারিত লক্ষ্যের থেকে প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা যাবে। ২০২৩-২০২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রে এটি পাকিস্তানের তৃতীয় পয়েন্ট কর্তন। ২০২৩ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের দুই পয়েন্ট কাটা হয়েছিল। এরপর ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কাটা হয় ছয় পয়েন্ট।

এর ফলে ২০২৩-২০২৫ চক্রে ১২ টেস্টে সম্ভাব্য ৪৮ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহে থাকলো ৩৫ পয়েন্ট।

সাম্প্রতিক এই পয়েন্ট কর্তনে ডব্লিউটিসি টেবিলে পাকিস্তানের পজিশনেও প্রভাব পড়েছে। ২৭.৭৮ শতাংশ পয়েন্ট থেকে পাকিস্তানের বর্তমান সংগ্রহ ২৪.৩১ শতাংশ। এখনও তারা টেবিলের অষ্টম স্থানে রয়েছে। তবে পয়েন্টের শতাংশ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অল্প কিছু উপরে রয়েছে। ক্যারিবীয়দের সংগ্রহে রয়েছে ২৪.২৪ শতাংশ পয়েন্ট। এখনও পর্যন্ত ধীর গতির ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজের কোন পয়েন্ট কাটা যায়নি।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!