ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।লাল কার্ডের পাশাপাশি শাস্তি স্বরূপ লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ভিনি।
ভ্যালেন্সিয়ার ম্যাচে মেজাজ হারিয়েই লাল কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। প্রতিপক্ষ দলের গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির ঘাড়ের পেছনে আঘাত করেছিলেন তিনি। তার আগে অবশ্য ওই গোলকিপার ভিনির জার্সি ধরে টান দিয়েছিলেন। ওই ম্যাচে ভিনির লাল কার্ডের পরও স্প্যানিশ চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করে।
যার ফলে এই নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়ুস লিগে লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না। তবে এই সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে তার খেলতে বাধা নেই। সৌদি আরবে অনুষ্ঠেয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। আর ম্যাচটা বৃহস্পতিবার মাঠে গড়াবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :