AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টোকসের সফল অস্ত্রোপচার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৬ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
স্টোকসের সফল অস্ত্রোপচার

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের হ্যামস্ট্রিংয়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন হল। এরপর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। মজা করে নিজেকে ‘বায়োনিক ম্যান’ হিসাবে উল্লেখ করেছেন বেন। ২০২৪-এ নিউজিল্যান্ড সফরে শেষ ম্যাচের সময় স্টোকস তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। পরে পরীক্ষা করে দেখা যায় চোট যথেষ্ট গুরুতর, অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এবং তিন মাসের বিশ্রামেরও। মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে স্টোকস জানিয়েছেন যে সফলভাবেই তাঁর অস্ত্রোপচার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

পোস্টের ছবিতে দেখা যাচ্ছে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক একটি গাড়ির পিছনে বসে রয়েছেন, তাঁর পা বালিশের উপরে রাখা এবং তাতে সাপোর্ট দেওয়ার গিয়ার লাগানো রয়েছে। এই ইংরেজ অলরাউন্ডার তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন যে তিনি কিছুদিনের মধ্যেই অ্যাকশনে ফিরবেন। এর আগে একটি দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়ার পর স্টোকস সম্পূর্ণ ফিট হয়ে ক্রিকেট মাঠে ফিরে আসেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আবার খেলতে নামেন এই ইংরেজ অলরাউন্ডার। তবে, হ্যামিল্টনে শেষ টেস্টের সময় অতিরিক্ত বল করায় তাঁর উপর চাপ বেড়ে যায়। এরপরেই তাঁকে আবার নতুন করে সমস্যার মধ্যে দেখায়। খেলা চলাকালীন মিড-ওভারে হ্যামস্ট্রিংয়ে টান ধরে এবং তারপর আর খেলা চালিয়ে যেতে পারেননি স্টোকস। বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই ইংল্যান্ডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্টোকস। মে মাস পর্যন্ত কোনও টেস্ট ক্রিকেট নির্ধারিত না থাকায়, তার রিহ্যাবের দিকে মনোনিবেশ করার এবং নিজের সেরা ফর্ম ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। ইঞ্জুরিতে ভোগা সত্ত্বেও, স্টোকস জানিয়েছেন যে তিনি দলের হয়ে সেরাটা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন না এবং আসন্ন ম্যাচে তাঁর চাপ কমাতে চাইবেন না। বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি সেই দুর্ভাগ্যজনক ঘটনাগুলির মধ্যে একটি মাত্র। আমি সেরাটা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আসব না।’ 

তিনি আরও বলেন, ‘আপনি যখনই মাঠে নামবেন তখনই আপনার ইঞ্জুরির ঝুঁকি থাকে। সেটা ভেবে বসে থাকলে এই খেলায় আপনি কিছুই করতে পারবেন না। আমি স্পষ্টতই খুব হতাশ, কিন্তু প্রতিবার এরকম বিপত্তিতে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি। কোনও সন্দেহ নেই যে আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠব, (কঠোর) পরিশ্রম করব, যেমন আমি সবসময় করি এবং নিজেকে সেখানে ফিরিয়ে আনব যেখানে আমি ছিলাম।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!