বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে দিনব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিয়েছে চারটি দল।
বুধবার (৮ জানুয়ারি) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মঞ্জুরুল করিম। আরো উপস্থিত ছিলেন বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান মো. শাহিন হাসান।
কক্সবাজারের বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত ইনানী, লাবনী, বাঁকখালি, এবং হিমছড়ি। এ সকল পর্যটন কেন্দ্রের নামে অংশগ্রহণকারী দলগুলোর নামকরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :