শ্রীলংকার বিপক্ষে ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কিউইরা এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে খেলা ৩৭ ওভারে নামিয়ে আনা হয়।এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৯ উইকেটে ২৫৫ রান করে। জবাবে লঙ্কানরা ৩০.২ ওভারে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায়।
পরাজয়ের স্বাদ পেলেও অফব্রেক বোলার মহেশ থিকশানা পান হ্যাটট্রিকের স্বাদ। শ্রীলংকার সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তিনি এই কীর্তি গড়েন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৬৩ বলে ৯ চার ও এক ছক্কায় সর্বাধিক ৭৯ রানের ইনিংস খেলেন ওপেনার রাচীন রবীন্দ্র। তিন নম্বরে নামা মার্ক চ্যাপম্যান ৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন। এই দুই ব্যাটার দ্বিতীয় উইকেট জুটিতে ১১২ রান যোগ করেন। হ্যাটট্রিকম্যান থিকশানা ৮ ওভারে ৪৪ রান দিয়ে পান ৪ উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় মাত্র ২২ রানেই ৪ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলংকা। সফরকারীদের ইনিংসে একমাত্র ফিফটির দেখা পান কামিন্দু মেন্ডিস। তিনি ৬৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করেন। আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। নিউজিল্যান্ডের উইল ও’রুকি ৩১ রান খরচায় পান ৩ উইকেট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :