AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যামিল্টনের হ্যাটট্রিকে ইতিহাস থিকশানার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৭ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
হ্যামিল্টনের হ্যাটট্রিকে ইতিহাস থিকশানার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার তারকা স্পিনার মাহিশ থিকশানা। তিনি পরপর ৩ বলে তিনটি উইকেট তুলে নিলেও নিউজিল্যান্ড অবশ্য বড় রানের ইনিংস গড়ে তোলে রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে।

হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জেতে শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিমকে। বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৩৭ ওভার প্রতি ইনিংসে।

নিউজিল্যান্ড ৩৪ ওভারেই আড়াইশো রানের দোড়গোড়ায় পৌঁছে যায়। ইনিংসের ৩৫তম ওভারের শেষ ২টি বলে (৩৪.৫ ও ৩৪.৬ ওভারে) মাহিশ থিকশানা পরপর আউট করেন মিচেল স্যান্টনার ও ন্যাথন স্মিথকে। কিউয়ি দলনায়ক স্যান্টনার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে বিক্রমাসিংহের হাতে ধরা পড়েন। ন্যাথন গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন কামিন্দু মেন্ডিসের হাতে ধরা দিয়ে।
৩৭তম ওভারে পুনরায় বল করতে এসে প্রথম বলেই (৩৬.১ ওভারে) থিকশানা তুলে নেন ম্যাট হেনরির উইকেট। সেই সুবাদে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হেনরি ৩ বলে ১ রান করে পরিবর্ত ফিল্ডার ফার্নান্ডোর হাতে ধরা পড়েন।

উল্লেখযোগ্য বিষয় হল, হ্যামিল্টনের এই হ্যাটট্রিকে আক্ষরিক অথেই ইতিহাস গড়েন মাহিশ থিকশানা। তিনি প্রথম স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। এখনও পর্যন্ত মোট ৫ জন বোলার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। থিকশানা ছাড়া বাকি চারজন হলেন পেসার, যাঁদের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন কারা
১. ব্রুস রিড (অস্ট্রেলিয়া)- সিডনি, ১৯৮৬।
২. চেতন শর্মা (ভারত)- নাগপুর, ১৯৮৭।
৩. ওয়াকার ইউনিস (পাকিস্তান)- ইস্ট লন্ডন, ১৯৯৪।
৪. রুবেল হোসেন (বাংলাদেশ)- ঢাকা, ২০১৩।
৫. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- হ্যামিল্টন, ২০২৫।

সব মিলিয়ে শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন থিকশানা। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন চামিণ্ডা ভাস, লসিথ মালিঙ্গা, ফারভেজ মাহরুফ, থিসারা পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও শেহান মদুশঙ্কা। চামিন্ডা ভাস ২ বার ও মালিঙ্গা ৩ বার ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!