AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তামিমের ৮ হাজার রান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩২ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তামিমের ৮ হাজার রান

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তামিম ইকবাল। আজ বিপিএল’এ রংপুর রাইডার্সের বিপক্ষে ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেন তামিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭১ ম্যাচ খেলে ৭,৯৯১ রান নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলতে মাঠে নামেন তামিম। ৮ হাজার রানের ক্লাবে নাম লেখাতে ৯ রান দরকার ছিলো তার।

বরিশালের ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে চার মেরে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম। বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করলেন এই টাইগার ওপেনার। এ ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪০ রান করেন তিনি।

২৭২ টি-টোয়েন্টিতে ২৭১ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৫২ হাফ-সেঞ্চুরিতে ৮০৩১ রান করেছেন তামিম। এর মধ্যে বিপিএলের ইতিহাসে ১০৯ ম্যাচের ১০৮ ইনিংসে ২টি শতক ও ২৯টি অর্ধশতকে ৩৫৮৩ রান করেছেন তামিম।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৩২টি অর্ধশতক আছে সাকিবের।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ৪৫৫ ইনিংসে ২২ শতক ও ৮৮ অর্ধশতকে ১৪৫৬২ রান করেছেন গেইল।
এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫১ ম্যাচে ৫১০ ইনিংসে ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৪৯২ রান আছে মালিকের।

৬৮৭ টি-টোয়েন্টির ম্যাচে ৬১১ ইনিংসে ১৩৩৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।


একুশে সংবাদ/ এস কে

Link copied!