নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ । সকালে শহরের এ-টিম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে রানীনগর উপজেলার করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে আত্রাই উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচটি গোলশূন্য ড্র ছিল।
দিনের দ্বিতীয় ম্যাচে বালিকা বিভাগে রানীনগর উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
পাঁচদিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :