সারে ভিলেজ গ্রাউন্ডে বুধবার (৮ জানুয়ারি) চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা। ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সুমাইয়া আক্তারের দল।
আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ। প্রস্তুতির শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি। চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে সুমাইয়ারা।
তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও ১১০ রান তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেয়েছিল লাল সবুজরা। দলের খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই ২ উইকেট হারায় সফরকারীরা। মোসাম্মত ইভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা গোল্ডেন ডাক মেরে আউট হন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ফাহমিদা ছোঁয়া ও সাদিয়া ইসলাম। ৯ ওভার পর্যন্ত ক্রিজে থেকে তারা দলকে এনে দেন ৪৩ রান।
২৮ বলে ১ ছক্কা ও ১ চারের মারে ২৪ রান করে আউট হন সাদিয়া। ৪২ বলে ৪ চারের মারে ৩৮ রান করে দলীয় ৭৬ রানে রান আউটের শিকার হন ফাহমিদা। ২০ বলে ১৪ রান করে আউট হন অধিনায়ক সুমাইয়া। ১৮ বলে ৩ চারের মারে ২৬ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আফিয়া অশিমা।লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নেন রাশমিকা সেওয়ান্দি ও শশিনি গিমহানি।
এর আগে দারুণ বোলিংয়ে লঙ্কানদের ১০৯ রানে আটকে দেন ফাহমিদা, আনিসা আক্তার সোবারা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন দাহামি সেনেথমা ও হিরুনি হানসিকা। এছাড়া ১৬ রান করে মানুদি নায়াক্কারা। সোবা ১৭ রান খরচায় ২ আর ফাহমিদা ১৫ রান খরচায় ১ উইকেট নেন।
তৃতীয় ম্যাচে জয় পেলেও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে লাল সবুজরা। সিরিজ বাঁচানোর পাশাপাশি সমতায় ফিরতে হলো চতুর্থ ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সুমাইয়াদের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :