আজকে বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলাতে বাংলাদেশ যুব হকি দলের ছেলে এবং মহিলা দলের একটি সম্বর্ধনা দেওয়া হয়। এটি সারাদিনের একটা প্রোগ্রাম ছিল যেখানে পুরস্কার বিতরণী এবং দিবার ভোজের পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এই সংবর্ধনায় অনূর্ধ্ব ২১ছেলে দল যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে তাদের প্রতি খেলোয়াড়, কোচ ,ফিজিও এবং ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে পুরস্কার এবং ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়া মহিলা অনূর্ধ্য ২১ দলকেও ক্রেস্ট দেওয়া হয়।
সভাপতি বিসিবি সহ সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন যাদের সাহায্যে যুবদলের প্রশিক্ষণ এবং বিদেশে পাঠানো সহজ হয়েছিল।
সভাপতি মহোদয় তার বক্তব্যে খেলোয়াড়দের কে খেলার প্রতি আরো মনোযোগী হতে এবং ভালো করে খেলতে বলেন। তিনি আরো বলেন দেশের জন্য খেলা একটি বিরাট অর্জন এবং আজকের এই সম্বর্ধনা কে সামনে রেখে তোমরা সবাই আরো ভালোভাবে প্রশিক্ষণ করো এবং দেশের নাম আরো উচা কর।
তিনি বলেন অনূর্ধ্ব ২১ দলকে আমরা টুর্নামেন্টের আগে পাঁচ থেকে ছয় মাস প্রশিক্ষণ দিব এবং এ প্রশিক্ষণের মাধ্যমেই তারা যেন তাদের খেলায় মানকে আরো উন্নত করতে পারে। তিনি আরো আশা ব্যক্ত করেন এই ক্যাম্পিংয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান 35 হিসাবে এগিয়ে আসবেন।
তিনি সকল সংগঠন যারা এই যুব হকি দলের প্রশিক্ষণের জন্য সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক সাহেব ও বক্তব্য রাখেন এবং উনি খেলোয়াড়দের কে বলেন তোমরা আমাদের এম্বাসেডর তোমরা যখন বিদেশে যাও তখন তোমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো এবং তোমাদের খেলা এবং আচার ব্যবহার আমাদের দেশকে রিফ্লেক্ট করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :