AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৬ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম

রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে হারের পর এবার আরও দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। যে বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস। বাংলাদেশ ছাড়ার আগে তামিম ও তার মধ্যে কি ঘটেছিল দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন হেলস।

ইংলিশ এই ক্রিকেটার বলেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল–আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি।তামিম তার অতীত নিয়ে খোঁচা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন হেলস। তার ভাষ্য, ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার। 

আর এই ঘটনার জন্য শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে হেলসের উপর পাল্টা অভিযোগ তুলেছেন তামিম। বরিশাল ও রংপুরের প্রথম দেখায় তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনে অ্যাবিউস করেছেন হেলস, দেশের জনপ্রিয় এক ক্রীড়া সংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

তামিম জানিয়েছে, গতকাল ম্যাচ শেষে রংপুরের সবাই যখন উল্লাসে মাতে, তখন আবারও ইমনকে উত্তপ্ত করেন। দলের সবচেয়ে জুনিয়র এই ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মানতে না পারায় হেলসের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।

হেলসকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

সাক্ষাৎকারে তামিম আরও জানান, হেলসের বেয়ার খেয়ে নিষেধাজ্ঞা পাওয়ার বিষয়ে কিছুই জানতে না। তিনি বলেন, আমি তার বিষয়ে কিছুই জানতাম না। শুধু জানি ইংল্যান্ডে তার বিষয়ে অনেক কিছু শোনা যায়। যে কারণে জাতীয় দলে খেলা নিয়ে সমস্যা হয়েছিল।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!