সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার গাভাস্কার ট্রফির মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন তিনি। সাধারণত বিতর্ক থেকে দূরেই থাকেন অশ্বিন। নিজের ঠান্ডা মেজাজের জন্য পরিচিত তিনি। তবে এবার এক বিরাট মন্তব্য করে বসলেন ভারতীয় এই অলরাউন্ডার।
এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি বলে বসলেন, হিন্দি দেশের রাষ্ট্রভাষা নয়। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। হিন্দি বনাম আঞ্চলিক ভাষার লড়াই নতুন কিছু নেই। বরাবরই দেশের রাজনীতির হটটপিক এটি। অনেক রাজ্যই অভিযোগ করে থাকেন জোর করে হিন্দি ভাষাকে চাপানোর চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের শাসক দলের তরফে। এবার সেই বিতর্কে নাম জড়াল রবিচন্দ্রন অশ্বিনের। তাঁর মন্তব্য তামিল আবেগকে উস্কে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একাধিক অনুষ্ঠানে অতিথি হিসাবে দেখা যাচ্ছে অশ্বিনকে। বৃহস্পতিবার সেরকমই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। একটি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অশ্বিন। সেখানেই উঠে আসে ভাষা বিতর্ক। মঞ্চে বক্তব্য রাখতে উঠেছিলেন অশ্বিন। তিনি বক্তৃতা দেওয়ার আগে ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘কতজন এখানে ইংরেজি বুঝতে পার?’ এরপর একই ভাবে তিনি হিন্দি এবং তামিল কতজন বুঝতে পারে সেটা জিজ্ঞেস করেন। যখন তামিল কতজন বুঝতে পারে জিজ্ঞেস করেন অশ্বিন তখন চিৎকারে ফেটে পড়েন ছাত্ররা। কিন্তু হিন্দির ক্ষেত্রে কোনও সাড়া পাওয়া যায় না। তা দেখে অশ্বিন বলেন, ‘আমার মনে হয় এটা বলা উচিত। হিন্দি কিন্তু আমাদের রাষ্ট্র ভাষা নয়। এটা আমাদের সরকারি ভাষা।’ এটা বলা গুরুত্বপূর্ণ যে ভারতের সংবিধান হিন্দিকে ‘সরকারি ভাষা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তামিলনাড়ুতে ভাষার ব্যবহার সবসময়ই একটি স্পর্শকাতর বিষয়।
এই অনুষ্ঠানে অধিনায়কত্বের বিষয়টি নিয়েও মুখ খুলেছিলেন অ্যাশ। অশ্বিন জানান, তিনি নিজেই অধিনায়ক হতে চাননি। বলেন, ‘আমায় যখন কেউ বলে তুমি এটা করতে পারবে না, তখনই আমি জেগে উঠি তাকে ভুল প্রমাণিত করার জন্য। তবে যখন কেউ আবার আমায় বলে আমি পারব, তখন ফের আমি উৎসাহ হারিয়ে ফেলি।’ উল্লেখ্য, গাব্বায় তৃতীয় টেস্টের শেষে সকলকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তার নাম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :