AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্লাবের মালিক হতে চান ভিনিসিয়ুস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৪ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
ক্লাবের মালিক হতে চান ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, যিনি মাত্র ২৪ বছর বয়সে নিজের ক্যারিয়ার এখনও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তিনি কিনা ক্লাবের মালিক হওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি, পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে একটি ক্লাব কেনার বিষয়ে আলোচনা শুরু করেছেন তিনি।

২৪ বছর বয়সী এই ফুটবলারের সামনে রয়েছে লম্বা ক্যারিয়ার। আরও ৮-১০ বছর ফর্ম ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ থেকে বছরে প্রায় ২৬১ কোটি টাকা বেতন পাওয়া মোটা অঙ্কের আয়ই করবেন ভিনিসিয়ুস। কিন্তু এখনই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন তিনি।

ফুটবল ক্লাবের হতে যাচ্ছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।ইএসপিএন জানিয়েছে, পর্তুগালের একটি দ্বিতীয় সারির ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি। শুরুতে লেইক্সেস স্পোর্ত ক্লাব বিচেনায় থাকলেও ফোর্বস জানিয়েছে, সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা।

১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির আর্থিক জটিলতায় ২০০৫ সালে অবনমন হয়। ১৬ ম্যাচে এখন ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে।

খেলোয়াড় থাকা অবস্থান ক্লাবের মালিক হয়েছে এমন ফুটবলারের সংখ্যা খুবই কম। সে তালিকায় রয়েছে আল ইত্তিহাদের এনগোলো কান্তে। বেলজিয়ামের তৃতীয় সারির দল রয়্যাল এক্সেলসিওরের মালিকানায় রয়েছেন তিনি। এ ছাড়াও ফ্রান্সের দ্বিতীয় সারির দল কিনে কিলিয়ান এমবাপ্পের মালিকানা ৮০ শতাংশ। গত বছরের জুলাইয়ে মালিকানা কিনেছিলেন তিনি। এবার সেই তালিকায় নাম লেখাতে কাজ করছেন ভিনিসিয়ুস জুনিয়র।

একুশে সংবাদ/ এস কে

Link copied!