AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো শ্রীলংকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৮ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো শ্রীলংকা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো শ্রীলংকা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি দ্বিতীয় বড় জয় লংকানদের। প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

অকল্যান্ডে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ৬৬ রান পায় শ্রীলংকা। এসময় ৩১ বলে ওয়ানডেতে ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা।১০ ওভার শেষে কুঁচকির ইনজুরিতে মাঠ ছাড়েন নিশাঙ্কা।

১২তম ওভারের শুরুতে প্রথম উইকেট হারায় শ্রীলংকা। ৩৩ বলে ১৭ রানে আউট হন আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো। এরপর ৯৮ বলে ৮৭ রানে জুটি গড়েন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন কুশল। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন তিনি।

ইনিংসের শুরুতে দু’টি বড় জুটি হলেও, মিডল অর্ডারে বড় জুটি গড়তে পারেনি শ্রীলংকা। ছোট-ছোট জুটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পায় লংকানরা।৩৪তম ওভারে আবারও ব্যাটিংয়ে ফিরে দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন নিশাঙ্কা। ৪২ বলে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ছয় নম্বরে নেমে ৩টি চার ও ২টি ছক্কায় ৫২ বলে ৫৩ রান করেন জানিথ লিয়ানাগে। পেসার ম্যাট হেনরি ১০ ওভারে ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন।

২৯১ রানের টার্গেটে খেলতে নেমে শ্রীলংকার দুই পেসার ও এক স্পিনারের তোপের মুখে পড়ে ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে কিউইরা। আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে ছয়জনই এক অংকে সাজঘরে ফিরেন।অষ্টম উইকেটে ৫৪ বলে ৫১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ১শ’র নীচে গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা করেন মার্ক চাপম্যান ও ন্যাথান স্মিথ। স্মিথ ১৭ রানে আউট হন।

শ্রীলংকার বোলারদের সামনে একাই লড়াই করেছেন চাপম্যান। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে দলের শেষ ব্যাটার হিসেবে চাপম্যান আউট হলে ২৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১০টি চার ও ১টি ছক্কায় ৮১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন চাপম্যান।

৩টি করে উইকেট নিয়ে শ্রীলংকার জয়ে বড় অবদান রাখেন আসিথা ফার্নান্দো, মহেশ থিকশানা ও ইশান মালিঙ্গা।২৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আসিথা। ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের হেনরি। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও নিউজিল্যান্ড। ঐ সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড।


একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!