AB Bank
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৫ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের ঘোষণা দেওয়া হয়েছে।

১৫ সদস্যের এই দলে সাকিব আল হাসানকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকার বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল।

গত ডিসেম্বরে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার পর থেকে তিনি বোলিংয়ে নিষিদ্ধ। ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন, তবে সেখানে তিনি পাশ করতে পারেননি। এই কারণে সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল গঠন করতে বাধ্য হয় বিসিবি, কারণ শুধু ব্যাটার সাকিবকে নিয়ে তারা দল সাজাতে আগ্রহী ছিল না।

আজ, ১২ জানুয়ারি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ছিল। এর পরিপ্রেক্ষিতে দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ সম্মেলনে মেগা ইভেন্টের জন্য দলের ঘোষণা করে।

এই স্কোয়াড থেকে লিটন দাসের পাশাপাশি বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। টুর্নামেন্ট চলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

 

একুশে সংবাদ/ব/এনএস

Link copied!