AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪২ মিনিট মাঠে থেকে নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৬ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
৪২ মিনিট মাঠে থেকে নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

২০২৪ সালের প্রায় পুরোটাই ইনজুরির কারণে বিশ্রামে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। কিন্তু সৌদি পেশাদার লিগ আল-হিলালের চুক্তি অনুযায়ী মাঠে না থেকেও বেতন ঠিকই পেয়েছেন। সব মিলিয়ে গত বছর প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবলে নেইমার মাঠে ছিলেন মাত্র ৪২ মিনিট। তারপরও ১০১ মিলিয়ন ইউরো ঠিকই আয় করে নিয়েছেন নেইমার। 

Neymar issues four-word update after getting injured AGAIN in Asian  Champions League game - despite only returning from year-long ACL injury  last month | Daily Mail Online

ইনজুরির কারণে সারা বছর মাঠের বাইরে থাকা সত্তেও মাঠে যতটুকু সময় ছিলেন তার প্রতি মিনিটের জন্য ব্রাজিলিয়ান সুপারস্টার আয় করেছেন ২.৪ মিলিয়ন ইউরো।২০২৩ সালে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে আল-হিলালে যোগ দিয়েছিলেন বার্সেলোনা ও পিএসজির এই ফরোয়ার্ড। এর মাধ্যমে সৌদি পেশাদার লিগে তিনি সবচেয়ে দামী খেলোয়াড়ের রেকর্ড সৃষ্টি করেছিলেন। যদিও মধ্যপ্রাচ্যে তার ক্যারিয়ার মোটেই সুখকর হয়নি। ইনজুরির কারনে তাকে বেশীরভাগ সময়ই বিশ্রামে কাটাতে হয়েছে। গুরুতর এসিএল ইনজুরির কারণে মাত্র পাঁচ ম্যাচ খেলেই নেইমার মাঠ থেকে ছিটকে যান।

৩১ বছর বয়সী নেইমারের ফিটনেস সমস্যা নতুন কোন ইস্যু নয়। ২০১৪ সালের জানুয়ারিতে বার্সেলোনায় থাকাকালীন গোঁড়ালির ইনজুরিতে পড়ে ক্লাব ও দেশের হয়ে প্রায় ২০০টি ম্যাচ খেলতে পারেননি। গত এক যুগ ধরে তিনি এক হাজারেরও বেশী দিন কাটিয়েছেন মাঠের বাইরে। সম্প্রতি তিনি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন।

Neymar injured again! Brazil star limps off just 30 minutes after coming  off the bench for only his second Al-Hilal appearance since return from ACL  horror | Goal.com

২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এস্তেলালের বিপক্ষে নেইমার ২৯ মিনিট মাঠে ছিলেন। আল-হিলালে যোগ দেবার পর নেইমার মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। ইনজুরির কারণে দীর্ঘ সময় বাইরে থাকায় ভবিষ্যতের দীর্ঘমেয়াদী চুক্তি নিয়েও শঙ্কা রয়েছে।

গত এক বছরে নেইমারের ট্রান্সফার মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেবার সময় ১৯৮ মিলিয়ন পাউন্ডে তিনি চুক্তি করেছিলেন। আর এখন ট্রান্সফার মার্কেটে তার মূল্য মাত্র ১২ মিলিয়ন পাউন্ড। আসন্ন গ্রীষ্ম মৌসুমে তার সাথে আল-হিলালের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তবে দলের জন্য কোন অবদান না রাখা ও চলমান ফিটনেস শঙ্কায় চুক্তি শেষের আগেই সৌদি আরব থেকে নেইমারকে বিদায় নিতে হতে পারে। 


একুশে সংবাদ/ এস কে

Link copied!