AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুমরাহকে টিম সাউদির বড় সার্টিফিকেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৫ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
বুমরাহকে টিম সাউদির বড় সার্টিফিকেট

জসপ্রীত বুমরাহ বর্তমানে বিশ্ব ক্রিকেটে সব ফর্ম্যাটের সেরা বোলারদের মধ্যে অকে বল করতে দেখলে মুগ্ধ হয়ে যাই। ভারতীয় বোলার সম্পর্কে এমনটাই মত নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির। সম্প্রতি বর্ডার গাভাসকর ট্রফিতে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। সেই কারণে জসপ্রীত সম্পর্কে টিম সাউদির প্রশংসাসূচক মন্তব্য যে অস্বাভাবিক নয় সেটা মনে করে ক্রিকেট মহল।

টিম সাউদি, যিনি ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ঐতিহাসিক ৩-০ টেস্ট সিরিজ জয়ে অংশছিলেন, তিনি মনে করেন বুমরাহ আগের থেকে আরও ভালো বোলার হয়ে উঠেছেন। কিউই পেসার বর্তমানে টেস্ট থেকে অবসর নিয়েছেন, তবে তিনটি ফর্ম্যাটে সফল হতে কী প্রয়োজন তা ভালো করেই জানেন টিম সাউদি।

জসপ্রীত বুমরাহ ২০২২ সালে একটি পিঠের ইনজুরিতে ভুগছিলেন, যা তাকে এক বছরেরও বেশি সময় খেলা থেকে দূরে রেখেছিল। বুমরাহর পিঠ সবসময় তার জন্য সমস্যা সৃষ্টি করেছে। একই সমস্যার কারণে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের বেশিরভাগ সময় খেলতে পারেননি। এই ম্যাচটি ভারত ছয় উইকেটে হেরে যায়।

জসপ্রীত বুমরাহ নিয়ে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে টিম সাউদি বলেন, ‘তার জন্য একটি বড় ইনজুরির সেটব্যাক কাটিয়ে ওঠা চাপের ছিল। তবে এখন সে আরও ভালো বোলার হয়ে ওঠেছেন। ইনজুরির আগে যেমন খেলতে এখন তার থেকে অনেক ভালো খেলছেন। বুমরাহ সবসময় একটি বিশেষ প্রতিভা। তার অবশ্যই একটি অনন্য অ্যাকশন আছে, তবে এর সঙ্গে তাঁর গতি এবং দক্ষতাও রয়েছে।’

আইএলটিএ২০-তে শারজাহ ওয়ারিয়র্সের প্রতিনিধিত্ব করবেন টিম সাউদি। তবে সেখানে নামার আগে বুমরাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে দুই দিকে বল মুভ করাতে পারে। তাঁর সেই ক্ষমতা রয়েছে এবং খুব ভালো গতিতে বল করে তিনি এটা করেন। তবে এটা করা কিন্তু খুব কঠিন। তাই, আমি মনে করি তিনি এটার জন্য দক্ষতা অর্জন করেছেন। তার একটি অনন্য অ্যাকশন রয়েছে। এবং তিনি অসাধারণ। আমি মনে করি মানুষ তিনটি ফর্ম্যাটে একসঙ্গে খেলা কতটা কঠিন তা পুরোপুরি বুঝতে পারে না। এবং তার পক্ষে সম্ভবত বর্তমানে তিনটি ফর্ম্যাটে সেরা বোলার হওয়া একটি অসাধারণ অর্জন।’

বুমরাহ ৩২ উইকেট নেওয়ার পর সাউদি আরও বলেন, ‘তাহলেই বুঝুন, হ্যাঁ, যেমনটা আমি বলেছি, একটি বড় ইনজুরির সেটব্যাক কাটিয়ে উঠে তিনি যেভাবে ফিরে এসেছেন তা আমাকে মুগ্ধ করে, এবং আমি আগামী কয়েক বছরে তিনি কতটা ভালো হতে পারেন তা দেখার জন্য অপেক্ষা করছি।’


একুশে সংবাদ/ এস কে

Link copied!