অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়ে গেছে। বিশ্বের সমস্ত প্রান্তের তারকারা পৌঁছে গেছেন সেখানে টেনিস খেলতে এবং উপভোগ করতে। একদিকে মেলবোর্ন পার্কে যেখানে চোখ রয়েছে সবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কে জেতে সেটা দেখার জন্য। তখনই টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা নোভাক জকোভিচের নজর রয়েছে ক্রিকেটে।
সার্বিয়ান সুপারস্টারের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কটা খুব একটা ভালো নয়। কয়েক বছর আগে করোনা ভ্যাকসিন না নেওয়ার অজুহাতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় এসেও তাঁকে খেলতে দেওয়া হয়নি। পাল্টা জোকারও দাবি করেছিলেন তাঁর খাদ্যে বিষক্রিয়া হয়েছে অস্ট্রেলিয়ার হোটেলের খাবার খেয়ে। সেই জোকারকেই এবার দেখা গেল অন্য মুডে।
অস্ট্রেলিয়ান ওপেন চলার মাঝেই টেনিসের সর্বোচ্চ গ্র্য়ান্ডস্লামের মালিক নোভাক জকোভিচ দেখতে গেলেন বিদ ব্যাশ লিগের ম্যাচ দেখতে। আর সেখানে গিয়েই অজি অলরাউন্ডার মার্কান স্টইনিস মারা বিশাল শট দেখে হাাাাাাা…. হয়ে গেলেন জোকার। যদিও স্টইনিস সেই বলেই আউট হন।
রবিবার বিগ ব্যাশ লিগে ম্যাচ ছিল মেলবোর্নের দুই দল মেলবোর্ন রেনগ্রেডস এবং মেলবোর্ন স্টার্সের মধ্যে। সেই ম্যাচই দেখতে গেছিলেন ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ। মেলবোর্ন স্টার্সের ইনিংসের অষ্টম ওভারে টম রজার্সের বলে আকাশচু্ম্বি শট মারেন স্টইনিস। আর বিশাল উঁচুতে ওঠা সেই বলই বিনা পরিশ্রমে সহজে ক্যাচ নেন কেন রিচার্ডসন। যা দেখে অবাক হয়ে যান জকোভিচ। তাঁর চোখ মুখের ছবি দেখেই বোঝা যাচ্ছিল, এত সুন্দর ক্যাচ দেখে তিনি কতটা বিস্মিত।
অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই জকোভিচ চাইবেন নিজেকে শ্রেষ্ঠ উচ্চতায় নিয়ে যেতে। বছরে চারটে গ্র্যান্ডস্লাম থাকলেও প্রত্যেক দিনই বয়স বাড়ছে জোকারের। আর বয়সের সঙ্গে সঙ্গে ফিটনেস যে কমবে, তা বলাই বাহুল্য। তাই বেশি অপেক্ষা না করে জোকার চাইবেন অস্ট্রেলিয়ান ওপেনেই নিজের কাঙ্খিত ২৫তম গ্র্যান্ডস্লাম জিততে।
আলকারাজ-সিনারদের বয়স কম হওয়ায় তাঁদের এনার্জি অনেক। হার্ড কোর্টে জেতার তুলনায় গ্রাস কোর্টে জেতা সহজ বয়স্ক খেলোয়াড়দের কাছে, কারণ হার্ড কোর্টে টানা পরিশ্রমে অনেক সময় চোট পাওয়ার সম্ভাবনা থাকে। তাই মার্গারেট কোর্টকে ছাপিয়ে যেতে মরিয়া থাকবেন জকোভিচ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :