টানা তৃতীয় আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার লক্ষ্যে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করে দিল দঃ আফ্রিকা। গতবছর তারা আইসিসি টি২০ বিশ্বকাপে উঠেছিল। এরপর সম্প্রতি তারা পাকিস্তানকে টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিটও হাতে পেয়ে গেছে। সেখানে প্রোটিয়ারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এবার ওডিআইতেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে দল বানাল তাঁরা। ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি এবং এনরিখ নরকিয়া সুযোগ পেয়েছেন স্কোয়াডে। তাঁরা চোটের জন্য গতবছরে অধিকাংশ ম্যাচই খেলতে পারেননি জাতীয় দলের হয়ে।
পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলার কথা ছিল নরকিয়ার। কিন্তু পায়ের পাতার ফ্র্যাকচারের কারণে তিনি সেখানে খেলতে পারেননি। আর সেই সিরিজ থেকে এনগিদি ছিটকে গেছিলেন কুঁচকির চোটের কারণে। দুই ক্রিকেটারই ফিট হয়ে সাউথ আফ্রিকা ২০র ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। তাঁদেরই এবার ডাক পড়ল জাতীয় দলে।
টেম্বা বাভুমার অধিনায়কত্বে যে দল ঘোষণা করা হয়েছে, তাঁদের দলের দশ ক্রিকেটারই ভারতে ২০২৩ ওডিআই বিশ্বকাপে খেলেছিলেন। দলে নতুন মুখ বলতে মুল্ডার, টনি দি জর্জি, রায়ান রিকেলটন । দল থেকে বাদ পড়়েছেন জেরাল্ড কোয়েটজি। ২০২৩ সালে তিনি ওডিআই বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে ডার্বান টেস্টে কুঁচকিতে চোট পান তিনি, এরপর ফিট হলেও তাকে স্কোয়াডে রাখেনি প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
সাউথ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার দল নির্বাচন নিয়ে বলেন, ‘কোয়েটজির তুলনায় নরকিয়ার গতি বেশি, যেটা আমাদের পাকিস্তানে সাহায্য করতে পারে, তাই ওকে দলে নেওয়া হয়েছে। যদিও জেরাল্ডের দলে সুযোগ না পাওয়ার তেমন কোনও কারণ নেই। ওয়াল্টারকে আমরা দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভালো বল করতে, নতুন উদ্যোমে ঝাঁপিয়েছিল। এরপর চোট পেলেও এখন আগের থেকে অনেক সুস্থ, নিজের খেলায় রাখে। ফিট হয়ে ওঠার চেষ্টা করে। আমি ওকে নিয়ে যথেষ্ট আশাবাদী। ’
দঃ আফ্রিকার পেস অ্যাটাকে থাকছে নরকিয়া, এনগিদি, রাবাদা, জানসেন এবং মুল্ডার। এছাড়া স্পিনারদের মধ্যে রয়েছেন কেশব মহারাজ, তাবরেজ শামসি। মার্করামের অফ স্পিন বোলিংও তাঁদের সুবিধা দেবে, তাই তাঁরা স্কোয়াডে অতিরিক্ত স্পিনার রাখেনি। তবে প্রোটিয়াদের সব থেকে সমস্যার জায়গা হবে ওপেনিং, যেখানে ২০১৪ সালের পর এই প্রথম কোনও আইসিসি ইভেন্টে কুইন্টন ডি কককে পাবে না তাঁরা। তাঁর পরিবর্তে বাভুমার সঠিক ওপেনিং পার্টনার এখনও খুঁজে পায়নি প্রোটিয়ারা।
টপ অর্ডারে রায়ান রিকেলটন এবং ত্রিস্টান স্টাবসকে রেখে প্রোটিয়া বোর্ড। এছাড়াও শক্তিশালী মিডল অর্ডারে ক্লাসেন এবং মিলার তো রয়েছেই। যদি বাভুমার সঙ্গে টনি ওপেনিং করেন সেক্ষেত্রে তিনে মার্করাম, চারে রিকেলটন, পাঁচে স্টাবস আসবেন। ছয় এবং সাতে ক্লাসেন এবং মিলার। সেক্ষেত্রে অনেক বড় ব্যাটিং লাইন আপ পাবে তাঁরা। দলের সম্ভাব্য দুই ওপেনার টনি এবং বাভুমা কেউই দঃ আফ্রিকার চলতি টি২০ লিগে খেলছেন না। যদিও পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের দলে তাঁরা থাকছেন।
গ্রুপ বিতে থাকা দঃ আফ্রিকা দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ২১ ফেবরুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ ফেবরুয়ারি এবং মার্চের ১ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে তাঁরা। প্রোটিয়াদের ক্রীড়ামন্ত্রী দাবি করেছেন যাতে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করে দল, যদিও দঃ আফ্রিকার কোচ জানিয়েছেন, এই বিষয় আইসিসির দিকেই তাকিয়ে থাকবেন তারা।
দঃ আফ্রিকার প্রাথমিক স্কোয়াড- অধিনায়ক টেম্বা বাভুমা, টনি দি জর্জি, মার্কো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইদেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, কাজিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার দাসেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :