বাংলাদেশের জার্সিতে গতিতে-পারফরম্যান্স আলো ছড়াচ্ছেন পেসার নাহিদ রানা। টেস্টের পর ওয়ানডেতেও লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি এই গতি মানবের। এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন ২১ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার।
এবারের প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করে। যেখানে বাংলাদেশ থেকে ৩৯ জন ক্রিকেটার নাম দিয়েছেন।
মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে পাঁচ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটার নাম দিয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজ ও সাকিবকে প্রথম ডাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই তারা অবিক্রিত থেকেছেন। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি।
সাকিব-মুস্তাফিজদের দল পাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের। মুস্তাফিজ ও সাকিবের পর তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদরাও দল পাননি। তাসকিন-রিশাদরা ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :