এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় আর্সেনাল। এই ম্যাচে ১০ জনের দল ইউনাইটেডকে হারাতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা। জার্মান তারকা কাই হাভার্টজের পেনাল্টি ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক।যার কারণে ম্যাচ থেকে ছিটকে যায় আর্সেনাল।
গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই জার্মান ফুটবলার। এবার যেনো সব সীমানাও ছাড়িয়ে গেলো, হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়েছে একজন দর্শক।হাভার্টজের পরিবারকে উদ্দেশ্য করে দুইটি হুমকি এসেছে। যা হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। সেখানে একজন হাভার্টজের অনাগত সন্তানকে জবাই করার হুমকিও দিয়েছেন।
এমন হুমকির জবাবে হাভার্টজের স্ত্রী লিখেছেন, কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন। হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়ে পোস্টটিতে লেখা ছিল, আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।
এদিকে আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যে এমন কাজ করেছে, তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
গোলডটকম জানিয়েছে, সামাজিকমাধ্যমের অপ-ব্যবহারকারীদের শনাক্ত করতে ইনস্টাগ্রামে রিপোর্ট করেছে আর্সেনাল। এ ছাড়াও অপরাধীদের শনাক্ত করতে বিশেষজ্ঞ একজন তৃতীয় পক্ষের তদন্তকারীর সাথে পরামর্শ করছে ক্লাবটি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :