বর্তমানে ফর্ম নিয়ে ভুগছেন রোহিত শর্মা। ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজিত হয়েছে ভারত। পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত। এই কারণে সিডনিতে নিজেকে ড্রপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এর পরেই শুরু হয় জল্পনা। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয় টেস্টে তার থেকে মুখ ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। তবে এসবের মাঝে এবার মুম্বাইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল তাকে। তবে কী এবার নিজের ফর্ম ফিরে পেতে রঞ্জি খেলবেন রোহিত? সেটা অবশ্য সময় এলে বোঝা যাবে। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। তার আগে রানে ফিরতে মরিয়া রোহিত। খারাপ ফর্মের কারণে তাকে নিয়ে সমালোচনাও কম চলছে না। অনেকেই তাকে ছেঁটে ফেলার পক্ষে সওয়াল করছেন। তবে হার মানতে নারাজ হিটম্যান।
মুম্বাইয়ের হয়ে শেষ ২০১৫ সালে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দেখা যায়নি তাকে। তবে অস্ট্রেলিয়ায় খারাপ পারফরম্যান্সের পর এবার কী ফের একবার রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে ফিরতে চাইছেন তিনি? স্টার স্পোর্টসের তরফে পোস্ট করা এক ভিডিও দেখে এমনই জল্পনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন সারতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মাঠে পৌঁছেছেন ৩৭ বছর বয়সী রোহিত। সেখানে মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে উপস্থিত ছিলেন। দু’জনকে এক সঙ্গে অনুশীলন করতে দেখা যায় এদিন। ২৩ জানুয়ারি ঘরের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে জম্মু কাশ্মীরের মুখোমুখি হবে মুম্বাই। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা।
রোহিত শর্মা শেষ ১০টি ইনিংসে টেস্টে মাত্র ১৬৪ রান করেছেন, যা নিঃসন্দেহে যথেষ্ট চিন্তাজনক। বর্ডার গাভাস্কার ট্রফির তার পরিসংখ্যান তো পাতে দেওয়ার মতো না। ৫ ইনিংসে মাত্র ৬.২ গড়ে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজয়ের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সাফ বার্তা দিয়েছিলেন টেস্ট দলে থাকতে হলে খেলতেই হবে রঞ্জি ট্রফি।
তিনি বলেছিলেন, ‘আমি সবসময় চাই যে প্রত্যেকে যেন ঘরোয়া ক্রিকেটে খেলে। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। শুধু একটা ম্যাচ নয়, যদি সুযোগ থাকে এবং যদি ওরা লাল বলের ক্রিকেট খেলার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে, তাহলে প্রত্যেকের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তুমি যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দাও, তাহলে তুমি যে জায়গাটায় পৌঁছাতে চাও, সেখানে কোনও দিনও পৌঁছাতে পারবে না।’ সেই বার্তার পরেই রঞ্জিতে ফিরছেন রোহিত বলে মনে করছেন অনেকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :