প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে শিরোপা হারাতে যাচ্ছে।এই অবস্থায় দলের জন্য মিলছে বড় স্বস্তির খবর। দীর্ঘ আলোচনার পর ভিতর রেইসকে নিজেদের দলে টানতে পেরেছে ম্যান সিটি। ১৯ বছর বয়সী সেন্টার-ব্যাক রেইস বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করতে পারেন, বাতাসে বল ভাসতে থাকার মুহূর্তে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন, পাসিংয়েও বেশ পটু, সঙ্গে চমৎকার নেতৃত্বগুণ। তাই তো পালমেইরাসের ব্রাজিলিয়ান এই তরুণ তুর্কিকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল ম্যান সিটি। শেষ পর্যন্ত সফলও হয়েছে তারা।
বিবিসি, স্কাই স্পোর্টস, ডেইলি মেইল, গোল ডট কমসহ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে রেইসকে ছাড়তে রাজি হয়েছে পালমেইরাস। তিনি এখন ম্যানচেস্টারের পথে। শারীরিক পরীক্ষার পর সব ঠিকঠাক থাকলে ইতিহাদে শিগগিরই তাকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে সিটি।
গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, রেইসকে পেতে সিটিকে গুনতে হচ্ছে ৪ কোটি ইউরো বা ৩ কোটি ৪০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা। দুর্দান্ত ফুটবলশৈলীর কারণে রেইসকে বিশ্ব ফুটবলের উদীয়মান তারকাদের একজন ভাবা হচ্ছে। ব্রাজিলিয়ান ফুটবলে তিনি ‘নতুন মারকিনিওস’ নামে পরিচিত।
ব্রাজিলের সাও পাওলো রাজ্যের পৌর এলাকা ২০০৬ সালের ১২ জানুয়ারি জন্ম নেন রেইস। ফুটবলে হাতেখড়ি পারাইবা রাজ্যের আর ১০ একাডেমিতে। এই একাডেমির মালিক ব্রাজিলের সাবেক তারকা ফরোয়ার্ড রবিনিও। খেলোয়াড়ি জীবনে তিনিও দুই মৌসুম সিটিতে কাটিয়েছেন। সেখান থেকে ২০১৬ সালে পালমেইরাস একাডেমিতে যোগ দেন রেইস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :