AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমে আরও এক রেকর্ড নিজের করে নিয়েছেন নোভাক জোকোভিচ। একই সঙ্গে আসরে তৃতীয় রাউন্ডে জায়গাও নিশ্চিত করেছেন এই সার্বিয়ান তারকা। বুধবার (১৫ জানুয়ারি)  গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ৪৩০তম একক ম্যাচে জাইমে ফারিয়ার মুখোমুখি হন জোকোভিচ। রড লেভার অ্যারেনায় ম্যাচে পর্তুগালের তারকাকে  ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে হারান তিনি। আর তাতেই রজার ফেদেরারের আরেকটি রেকর্ড তার হয়ে যায়। 

তৃতীয় রাউন্ডে উঠেছেন কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কার্লোস আলকারাজও। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে গুঁড়িয়ে দিয়ে ৬-০, ৬-১, ৬-৪ গেমে জিতেছে টেনিসের ভবিষ্যৎ।

ফারিয়ার বিপক্ষ্যে ম্যাচটি ছিল জোকোভিচের গ্র্যান্ড স্লামে খেলা ৪৩০তম একক ম্যাচ। ৪২৯ ম্যাচ খেলা ফেদেরারকে পেছনে ফেলেছেন জোকোভিচ। এ ছাড়া ৪০০-র বেশি ম্যাচ খেলেছেন শুধু সেরেনা উইলিয়ামস (৪২৩)।

গ্র্যান্ড স্লামে ম্যাচের সংখ্যায় ফেদেরারকে পেছনে ফেলার ম্যাচে প্রথম সেটটি সহজে জিতলেও দ্বিতীয় সেটটা দুর্দান্ত খেলে জিতে নেন বাছাইপর্বে পেরিয়ে আসা ফারিয়া। তবে পরের দুই সেটে আর ৩৭ বছর বয়সী জোকোভিচের কাছে পাত্তা পাননি পর্তুগিজ খেলোয়াড়।


একুশে সংবাদ/ এস কে

Link copied!