ইনজুরির কারণে আগেভাগেই বিপিএল ছাড়তে হল সিলেটের ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালকে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা।এবারের বিপিএলে অন্যতম মূল আকর্ষণ ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় তারকা রাহকিম কর্নওয়াল। বিপিএলে সময়মত যোগ দিলেও বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।
পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থা ভালো নয়। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে স্ট্রাইকার্সরা। তার উপরে রাকিম কর্নওয়ালের মতো অলরাউন্ডের ইনজুরি যেন তাদের ‘মাথায় বাড়ি’। বিষয়টি সিলেটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা গেছে।
ফ্র্যাঞ্চাইজিটি এক পোস্টে জানায়, ‘ক্রিকেট-সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’
ভিডিওতে কর্নওয়াল বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’
ওয়েস্ট ইন্ডিজের এই তারকা এবারের বিপিএলে সিলেটের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ। সেভাবে যে পারফর্ম করতে পেরেছেন, তা নয়। ওপেনার হিসেবে ৩ ম্যাচ খেলে রান করেছেন ১৮, ০ ও ৪। ব্যাটে রান না পেলেও বল হাতে ভালোই করেছেন এই অলরাউন্ডার। নিজের খেলা ৩ ম্যাচেই বোলিং ওপেন করেছেন কর্নওয়াল। উইকেট নিয়েছেন ৪টি।
সিলেটে বড় কোনো বিদেশি তারকা ছিল না। পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শিনোয়ারি, রিস টপলি, অ্যারন জোন্সই তাদের ভরসা। কর্নওয়াল ছিটকে যাওয়ায় এখন দায়িত্ব বাড়ল অন্যদের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :