AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শারজাহকে হারিয়ে প্রথম জয় আবুধাবি নাইট রাইডার্সের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৭ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
শারজাহকে হারিয়ে প্রথম জয় আবুধাবি নাইট রাইডার্সের

ইন্টারন্যাশনাল টি২০ লিগের ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে হারিয়ে দিল আবু ধাবি নাইট রাইডার্স দল। কেকেআরের বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়দের অনেকেই আবু ধাবির নাইট রাইডার্স দলে খেলে থাকেন। সেই দলই এবারের প্রতিযোগিতার প্রথম জয়ের দেখা পেল। এর আগে রবিবার ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে হেরে গেছিল নাইট শিবির।

সুনীল নারিনের অধিনায়কত্বে শারজাহ ওয়ারিয়র্সকে ৩০ রানে হারাল আবু ধাবি নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে রাসেল ঝড়ে ভর দিয়ে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল নাইটরা। জবাবে ব্যাট করতে নেমে জেসন হোল্ডার, ডেভিড উইলিদের দুরন্ত বোলিংয়ের সামনে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রার থেকে ৩০ রান দূরে থেমে যায় শারজাহর ইনিংস।

নাইট রাইডার্স দল টস হেরে প্রথমে ব্যাট করতে আসে। শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় তাঁরা, তবে কাইল মেয়ার্স করেন ৯ বলে ২১ রান। ২৭ বলে ৩২ রান করেন জো ক্লার্ক। ২২ বলে ২৫ রান করেন আলিশান সারাফু। লরি ইভানস করেন ৩১ বলে ৩৯ রান। অধিকাংশ ব্যাটারই যখন একটু ধীর গতিতেই রান করছেন, তখনই মাঠে নামেন ড্রে রাস। ১২ বলে তিনটি ছয়ের সাহায্যে ২৪ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। তাতেই দলের স্কোর পৌঁছায় ২০ ওভারে ১৫৯ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রানেই গুটিয়ে যায় শারজাহ ওয়ারিয়র্সের ইনিংস। ওপেনার ক্যাডমোরকে ০ তেই ফেরান ডেভিড উইলি। জনসন চার্লস আউট হন ১২ রানে। নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে শারজাহের দলটি। ২০ রান করেন রোহন মুস্তাফা। ২১ রান করেন কিমো পল। শেষদিকে ওয়ারিয়র্সদের অধিনায়ক টিম সাউদি লড়লেন বটে, কিন্তু দলকে তিনি জেতাতে পারলেন না। ১১ বলে ২টো চার এবং ২টো ছয় মেরে করলেন ২৪ রান। তবে ১২৯ রানেই শেষ পর্যন্ত অলআউট হয়ে গেল শারজাহের দলটি।

আবু ধাবি নাইট রাইডার্সকে এবারের ইন্টারন্যাশনাল লিগ টি২০র প্রথম জয় এনে দিলেন বোলাররাই। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচে সেরা হন নাইটদের পেসার ডেভিড উইলি। জ্যাসন হোল্ডারও দুরন্ত বোলিং করেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। জোড়া উইকেট নেন অলরাউন্ডার কাইল মেয়ার্সও। নারিন অবশ্য কোনও উইকেট পাননি। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির পরের ম্যাচ শনিবার ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে। যে দলের বিরুদ্ধে তাঁরা গত ম্যাচে হেরেছিলেন। ফলে রাসেল, নারিনরা যে বদলা নিতে মুখিয়ে থাকবে সেকথা বলাই বাহুল্য।

একুশে সংবাদ/ এস কে

Link copied!