AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দঃ আফ্রিকার টি২০ লিগে এমআই কেপটাউনকে হারাল রয়্যালস!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩১ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
দঃ আফ্রিকার টি২০ লিগে এমআই কেপটাউনকে হারাল রয়্যালস!

দঃ আফ্রিকার টি২০ লিগের ম্যাচে এমআই কেপটাউনকে হারিয়েছে পার্ল রয়্যালস। এবারের দঃ আফ্রিকার টি২০ লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এমআই কেপ টাউনের। প্রোটিয়াদের লিগে চারটি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত দুটি ম্যাচে জয় পেয়েছে এমআই, আর বাকি দুই ম্যাচে হারের মুুখ দেখেছে। অন্যদিকে পার্ল রয়্যালস দল পতিশোধের ম্যাচে জয় তুলে নিল। এখনও পর্যন্ত এবারে দঃ আফ্রিকার টি২০তে  তিন ম্যাচে তাঁরা জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে।     

সোমবার পার্ল রয়্যালসের বিপক্ষে মুখোমুখি হয় কাগিসো রাবাদাদের এমআই কেপটাউন। সেই ম্যাচে এমআই ফ্র্যাঞ্চাইজি ৩৩ রানের বিশাল জয় পায়। ফলে বুধবারের ম্যাচটি অনেকটা পতিশোধ নেওয়ার ম্যাচ ছিল ডেভিড মিলার, দিনেশ কার্তিকদের সামনে। আর সেই কাজ তারা এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে সেড়ে ফেলেন।    

টস জিতে প্রথমে ফিল্ডিং নেন পার্লসের অধিনায়ক ডেভিড মিলার। এমআই ওপেনার রাসি ভ্যান ডার দাসেন দুরন্ত ইনিংস খেলেন। অপরাজিত ৯১ রান করেন। মারেন ৫টি করে চার এবং ছয়। আজমাতুল্লাহ ওমারজাই দ্রুত আউট হলেও রিজা হেনড্রিক্স ৩০ রান করেন, তবে তিনি খেলেন ২৭ বল। অর্থাৎ অনেক ধীর গতির ইনিংস। ফলে নির্ধারিত সময়ে চার উইকেটে ১৫৮ রান তোলে এমআই। মুজিব উর রহমান ২ উইকেট নেন।

কেপটাউনের দলটির বিরুদ্ধে জ্বলে ওঠে রয়্যালসের ওপেনাররা। ৫২ বলে ৮৩ রান করেন ওপেনার লুহান ড্রি প্রিটোরিয়াস, তাঁকে রান আউট করেন রশিদ খান। জো রুট করেন ১৫ রান। মিচেল ব্যান বারেন করেন ২২, ডেভিড মিলার ২০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিক করেন ৬ বলে ১০ রান। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পৌঁছে যায় পার্ল রয়্যালস শিবির। ম্যাচের সেরা হন প্রিটোরিয়াস।

শনিবার ১৮ জানুয়ারি পার্ল রয়্যালসের পরের ম্যাচ দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে। এদিকে এমআই কেপটাউনও একই দিনে খেলতে নামবে। তাদের পরের ম্যাচে প্রতিপক্ষ ফ্যাফ ডুপ্লেসিসের জোবার্গ সুপার কিংস।  এদিকে এই ম্যাচের আগে বড় ধাক্কা খায় পার্ল রয়্যালস দল। কারণ তাঁদের দলের অন্যতম সেরা ভরসা এনরিখ নরকিয়া চোটের জন্য গোটা মরসুম থেকেই ছিটকে যান।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!