তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙ্গামাটি জেলার কাউখালীতে বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে কাউখালী উপজেলা মাঠে তরুণ-তরুণীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এসময় জেলা পরিষদ সদস্য লুৎফুন্নেছা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলায় ক্রিকেট, ফুটবল এবং নারী ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো আগামী সপ্তাহ থেকে জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :