স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জালে ৫ গোল দিয়েছিল বার্সেলোনা। ২০২৫ সালের প্রথম এল ক্লাসিকোতে দুর্দান্ত এই জয়ে ১৫তম স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে কাতালানরা।
সেই রেশ কাটতে না কাটতেই আরেক রিয়ালের জালে পাঁচ গোল দিলো লেভানদোভস্কি-রাফিনহা-ইয়ামালরা। কাতালানরা এবার গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল বেটিসকে। প্রতিপক্ষের জালে হ্যান্সি ফ্লিকের দলের পাঁচ গোল। যদিও বেটিস একটি গোল শোধ করেছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে কোপা দেলরের ম্যাচে বেটিসের বিপক্ষে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা। ম্যাচের তৃতীয় মিনিটেই গাভির গোলে শুরু হয় বার্সেলোনার গোল উৎসব। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার কুন্ডে।
বিরতির পর ৫৮তম মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহো। ৬৭ মিনিটে ফারান তোরেস স্কোরশিটে নাম তুললে চতুর্থ গোল পায় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের ৭৫ মিনিটে পঞ্চম গোল পায় বার্সা। এবার গোলদাতা ইয়ামাল। ৮৭ মিনিটে ভিক্টোর রোক বেটিসের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি পান।
টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করা বার্সেলোনার পরবর্তী ম্যাচ শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টায়। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে বার্সার প্রতিপক্ষ গেটাফে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :