AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ভলিবল প্রতিযোগিতা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৪ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৫
লক্ষ্মীপুরে ভলিবল প্রতিযোগিতা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে এই ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া একইদিন অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটারদের বিজয় সংবর্ধনা দেয়া হয়। পরে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক খীসা সম্রাট, জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর আলম, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারন সম্পাদক সোহেল আদনান।ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৭টি দল।

এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর হবে। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। দেশব্যাপী যে তারুন্যের উৎসব চলছে সেটা বাস্তবায়নে জেলার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয়েছে ভলিবল প্রতিযোগিতা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!